২৪ ঘণ্টার মধ্যে বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ‘ওরা (বিএনপি) বলে পুলিশ ছাড়া মাঠে আসতে। আমি পুলিশের কাছে অনুরোধ করব, ওদের পক্ষে থাকেন। ২৪ ঘণ্টায় বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করব।’
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার রাইফেলস ক্লাবে আয়োজিত এক প্রস্তুতি সভায় শামীম ওসমান এ হুঁশিয়ারি দেন। স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি অপশক্তির বিরুদ্ধে ‘দেশ বাঁচাও’ স্লোগানে অনুসারী নেতা-কর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করেন তিনি। সভা শেষে তিনি ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরে জনসভা করার ঘোষণা দেন।