কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিজের সফলতা কতটা প্রমাণ করতে পেরেছেন তা বিতর্কের বিষয়। তবে তিনি রাজনীতিক না হলেও ইতিমধ্যে রাজনীতির ভাষায় কথা বলার কৌশল রপ্ত করে ফেলেছেন।
আমাদের রাজনীতিকেরা সব সময় হাওয়া বুঝে কথা বলেন। কর্মী সমর্থক তথা দর্শক শ্রোতারা যা শুনতে পছন্দ করেন, তা বলে বাজিমাত করতে চান। তাঁরা এমনভাবে কথা বলেন, যাতে দলের বিবদমান দুই পক্ষই খুশি মনে ঘরে ফিরে যায়।
প্রধান নির্বাচন কমিশনারের বক্তৃতা বিবৃতিতেও সে রকম চালাকি বা কৌশল আছে বলে অনেকে মনে করেন। কয়েক দিন আগেও প্রধান নির্বাচন কমিশনার ও তার সহযোগী কমিশনারদের বলতে শুনেছি, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার বিষয়ে কমিশনের কিছুই করার নেই। নির্বাচনে কোন দল এল না এল সে নিয়ে তাদের মাথা ব্যথা নেই। রাজনৈতিক সংকট রাজনৈতিক নেতৃত্বকেই সমাধান করতে হবে।