নিরাপত্তা বাড়াতে দ্রুত সফটওয়্যার আপডেট করতে বলেছে অ্যাপল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১৯:১২

আইফোন, আইপ্যাড ও ম্যাকের জন্য গুরুত্বপূর্ণ সিকিউরিটি প্যাচসহ একটি নতুন সফটওয়্যার আপডেট প্রকাশ করেছে টেক জায়ান্ট অ্যাপল। সাইবার আক্রমণ থেকে এসব ডিভাইস রক্ষা করতে এ আপডেট ‘সব ব্যবহারকারীর জন্য’ বলে উল্লেখ করেছে কোম্পানিটি।


নিজেদের ওয়েবসাইটে দেওয়া পরামর্শে অ্যাপল বলেছে, ‘জিরো ডে’ (বা কোম্পানি জানেনা এমন) দুর্বলতা হিসেবে চিহ্নিত এ নিরাপত্তা বাগ, “ইনটেলভিত্তিক ম্যাক সিস্টেমগুলোয় সক্রিয়ভাবে আক্রমণ করেছে।”


এসব বাগের বিষয়ে তারা জানতো না বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট।


‘আইওএস ১৮.১.১’, ‘আইপ্যাডওএস ১৮.১.১’ ও ‘ম্যাকওএস সেকোয়া ১৫.১.১’ – এসব অপারেটিং সিস্টেমসহ বিভিন্ন অ্যাপল প্ল্যাটফর্মে এসেছে নিরাপত্তা প্যাচগুলো।


ম্যাক ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার হামলার পেছন কারা ছিল তা এখনও স্পষ্ট নয়। তবে, গুগলের থ্রেট অ্যানালাইসিস দলের প্রতিবেদনে উল্লেখ রয়েছে এতে সরকার সমর্থিত কোন দল জড়িত থাকতে পারে।


এসব সফটওয়্যার বাগ ওয়েব ইঞ্জিন ওয়েবকিট এবং জাভাস্ক্রিপ্টের সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে। এগুলো অ্যাপলের সাফারি ব্রাউজারের ওয়েব কনটেন্ট চালাতে ব্যবহার হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us