ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির দুই দিনের কর্মসূচি নিয়ে যে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটল, লক্ষ্মীপুরে কৃষক দলের এক কর্মী নিহত হলেন, সারা দেশে কয়েক শ মানুষ আহত হওয়ার পাশাপাশি জনজীবনে যে সীমাহীন ভোগান্তি নেমে এল, এর জবাব কী।
বেশ কিছুদিন বিভিন্ন দলের কর্মসূচি নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে আছে। কিন্তু সেই উত্তাপ এত দ্রুত সংঘাতে রূপ নেবে, তা অনেকেরই ধারণার বাইরে ছিল। দুই দিনের অঘটনের জন্য সরকার বিরোধী দলকে দোষারোপ করতে পারে, বিরোধী দলও সরকার ও ক্ষমতাসীন দলকে অভিযুক্ত করতে পারে, কিন্তু তাতে মানুষ ও সম্পদের যে ক্ষতি হলো, তা পূরণ হবে না।