কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে আগুনে শতাধিক বসতঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জালাল আহমদ বলেন, রাত ৯টার পরপরই আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাঁশ ও প্লাস্টিক দিয়ে তৈরি রোহিঙ্গাদের শতাধিক ঘর পুড়ে গেছে।