কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার ২০ নম্বর ক্যাম্পের লাল পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ১৭ নম্বর ক্যাম্পের ১০৪ নম্বর ব্লকের আহমদ হোসেন (৬০) এবং তাঁর ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা (১৩)। রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল হতাহতের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
রোহিঙ্গা ও স্থানীয়দের বরাতে তিনি বলেন, আজ ভোর সাড়ে ৪টার দিকে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন আশ্রয়শিবিরের বর্ধিত ক্যাম্প-২০–এর লাল পাহাড়সংলগ্ন এস-৪ ও বি-৭ ব্লক এলাকা দিয়ে ১৫-২০ জন একটি দুর্বৃত্ত দল প্রবেশ করে ওই ব্লকের অস্থায়ীভাবে বসবাসরত আহমদ হোসেন ও তাঁর পরিবারের ওপর গুলি ছোড়ে। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় আসমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে তাঁরও মৃত্যু হয়।