উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসার ২ কমান্ডার নিহত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৬

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে আরসার দুই কমান্ডার নিহত হয়েছেন; এতে আহত হয়েছেন আরও একজন।


বুধবার ভোরে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদের পাশের এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন ) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।


নিহতরা হলেন- ওই ক্যাম্পের এম-২৫ ব্লকের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের গনি মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫)।


আহত মোহাম্মদ আব্দুল্লাহ (৩১) উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৯ ব্লকের হামিদ হোসেনের ছেলে।



এডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, ভোরে ক্যাম্পের মসজিদের পাশে ‘সন্ত্রাসী সংগঠন আরসার’ কমান্ডার ইমাম হোসেন ও রহমত উল্লাহসহ আরও কয়েকজন অবস্থান করছিলেন।


এ সময় ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ২০ থেকে ৩০ জন সেখানে প্রবেশ করে তাদের ওপর গুলি ছুড়তে থাকেন। পরে হামলাকারীরা পালিয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

আরও ৫০০ রোহিঙ্গা পালিয়ে এলো বাংলাদেশে

ঢাকা পোষ্ট | কক্সবাজার জেলা
১ সপ্তাহ, ২ দিন আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us