ঢাকা: রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে পানি সংগ্রহ করা হচ্ছে পাশ্ববর্তী ঢাকা কলেজের পুকুর থেকে।
পুকুরের সঙ্গে ওয়াসার লাইনের সংযোগ তৈরি করে এ পানি ঘটনাস্থলে নিচ্ছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৫ এপ্রিল) ভোরে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঢাকা কলেজের মূল ফটক থেকে বেশ কিছু পানির পাইপ অগ্নিকান্ড স্থলের দিকে গেছে৷
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের শিক্ষার্থী কাউসার আহমেদ বলেন, আগুন নেভাতে আমাদের কলেজের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে৷ পানির সরবরাহ নিশ্চিত করতে ওয়াসার লাইন পুকুরে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।