পরবর্তী জাতীয় নির্বাচনে বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু ভোটের একটি শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে তিনি এ আশা প্রকাশ করেন।
ব্লিঙ্কেন বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দৃঢ় হয়েছে। রোহিঙ্গা শরণার্থীর প্রতি বাংলাদেশের উদারতার ভূয়সী প্রশংসাও করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু দেশ। একইসঙ্গে সবচেয়ে বড় বিনিয়োগকারী। বর্তমান শক্তিশালী সম্পর্ক, আগামী ৫০ বছরে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।