বঙ্গবাজারের ধ্বংসস্তূপে দিনভর ‘পোড়া লোহার খোঁজ’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ২১:৪০

বঙ্গবাজারের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়ছিল ৩০ ঘণ্টা পরেও।


এর মধ্যেই সেখানে ভিড় দেখা গেছে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ছিন্নমূল মানুষদের। পুড়ে যাওয়া টিন, শাটার, গ্রিল, কলাপসিবল গেইটসহ ধাতব অংশের খোঁজে ছিল তারা।


কেউ এসেছিলেন কাপড় কুড়াতে। শত শত কোটি টাকার পণ্য হারিয়ে ক্ষতিগস্ত ব্যবসায়ীরা এদেরকে আর বাধা দেওয়ার কারণ দেখছেন না।


বুধবার দুপুরে ধ্বংসস্তূপে গিয়ে দেখা গেল, মোবাইল হাতে মানুষজন ঘুরে বেড়াচ্ছেন। কেউ লাইভ করছেন, কেউ করছেন ভিডিও। কেউ ভিডিও কলে থেকে গ্রামে বা প্রবাসে অবস্থানরত স্বজনকে ধ্বংসস্তূপ দেখাচ্ছিলেন অনেকে। ব্যবসায়ী বা দোকানকর্মীরা আশপাশে থাকলেও সব হারিয়ে হাল ছেড়েছেন তারা।


সেখানে দেখা হলো কিশোর মাইনুদ্দীনের সঙ্গে। তার পিঠের বস্তাটা ভরে গেছে। তবু সঙ্গী আশরাফুল আরও কিছু লোহা সংগ্রহ করতে চায়।

কামরাঙ্গীরচর থেকে আসা কিশোরটির তথ্য বলছে, পোড়া লোহা ৩০ টাকা কেজি দরে বিক্রি করা যায়। এ কারণে তাদের এলাকা থেকে অনেক তরুণ-কিশোর এখানে এসেছে লোহা সংগ্রহে।


তার সংগ্রহে পাওয়া গেল শাটার, গ্রিলের টুকরো, লোহার ক্যাশবাক্স, গলে যাওয়া ফ্যানের ভেতরের অংশ, সেলাই মেশিনের অবশিষ্টাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us