হ্যালো…! আমি এসবির এসআই মারুফ বলছি। আপনি কি শরীফ? আপনি কি পাসপোর্টের জন্য আবেদন করেছেন? উত্তরে হ্যাঁ বলতেই ফোনের ওপার থেকে বলা হচ্ছে— আমি আপনার আবেদনের ভেরিফিকেশনের দায়িত্বে আছি। আপনার এনআইডি, বিদ্যুৎ বিলের কপিসহ দেখা করুন। সাক্ষাৎ করতে না পারলে কাগজপত্র হোয়াটসঅ্যাপে পাঠান। এরপর দ্রুত ভেরিফিকেশনের কথা বলে সাক্ষাৎ না করেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে বলেন সেই মারুফ। টাকা পাঠালেই পরে আর সেই নম্বরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
সম্প্রতি বেশ কয়েকজন পাসপোর্ট আবেদনকারীর সঙ্গে এমন প্রতারণার ঘটনা ঘটেছে। প্রতারণার শিকার বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পর এসব তথ্য উঠে আসে।