খেলাপি ঋণ, অনিয়মে জর্জরিত ন্যাশনাল ব্যাংকের অবস্থা এক বছরের মধ্যে ভালো হবে দাবি করে নতুন চেয়ারম্যান খলিলুর রহমান বলেছেন, অন্য কারও সঙ্গে একীভূতও হবে না প্রথম প্রজন্মের ব্যাংকটি।
তার ভাষ্য, “আগামী এক বছরের মধ্যে আর্থিক স্বাস্থ্যে উন্নীত হওয়ার শর্তে বাংলাদেশ ব্যাংক তাতে সম্মতি দিয়েছে।”
সাড়ে চার মাসের মাথায় আবার নতুন পর্ষদ গঠনের পরদিন সোমবার বিকালে রাজধানীর বাংলা মোটরে ব্যাংকটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন খলিলুর রহমান; যিনি ৪০ বছরের বেশি সময় আগে সম্পূর্ণ দেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকদের একজন।