পাইকারির বঙ্গবাজারে এখন খুচরা বিক্রিই ভরসা

প্রথম আলো প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ০৯:০৫

রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্সের ব্যবসায়ীরা সব সময় পাইকারি বেচাকেনাকেই বেশি গুরুত্ব দিতেন। কিন্তু অগ্নিকাণ্ডের পর গত বুধবার থেকে খোলা আকাশের নিচে চৌকি পেতে বসেছেন তাঁরা। সেখানে তাঁদের এখন খুচরা বিক্রিতেই বেশি মনোযোগ দিতে হচ্ছে।


বঙ্গবাজারে সাধারণত রমজানের শেষ সপ্তাহ পর্যন্ত পাইকারি বেচাকেনা হয়। কিন্তু ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো বঙ্গবাজার পুড়ে ছাই হয়ে যায়। এতে সেখানকার ব্যবসায়ে ধস নামে।


আগুনের ধাক্কা কাটিয়ে ৯ দিন পরে ১২ এপ্রিল থেকে চৌকি পেতে বেচাকেনা শুরু করেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। কিন্তু সেখানে কোনো পাইকারি ক্রেতা আসছেন না। ফলে ঈদের আগে বঙ্গবাজারের ব্যবসায়ীদের খুচরা বেচাকেনাতেই নির্ভর করতে হচ্ছে।


ব্যবসায়ীরা জানান, নতুন করে বসলেও বঙ্গবাজারে ক্রেতার সংখ্যা এখনো তেমন বাড়েনি। বরং প্রচণ্ড গরমের কারণে তাঁদের জন্য সেখানে বসা অনেক কষ্টকর হয়ে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us