‘আই এহন হন্ডে যাইয়ুম?’

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ মার্চ ২০২৩, ১৯:৫০

'আঁরত হনো ঘরবাড়ি নাই, আরঁ জামাই ছাড়া কেউ নাই। তিন্নো মাইয়ে লইয়েরে আই এহন হন্ডে যাইয়ুম?'


স্বামী মো. ফরিদকে হারিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এভাবেই আহাজারি করছিলেন রাশেদা আক্তার।


চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন কারখানায় বিস্ফোরণে ফরিদসহ ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড নামের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।


কারখানায় গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন ফরিদ। ওই উপজেলার ফৌজদারহাট বাংলাবাজার এলাকার বাসিন্দা তিনি।


রাশেদা আক্তার জানান, তাদের ৩ কন্যা সন্তান। তার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। ভাড়া বাসায় থাকেন তারা। এখন ৩ সন্তানকে নিয়ে কীভাবে টিকে থাকবেন বুঝতে পারছেন না তিনি।


সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদের মরদেহ শনাক্ত করেছে তার পরিবার।


চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, ফরিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us