‘ভাতের বদলে আলু খান, ভাতের ওপর চাপ কমান’- এক সময় দেওয়া এমন স্লোগানের বিপরীত চিত্র দেখা যাচ্ছে এখন। ‘আলুর ওপর চাপ কমাতে’ ভাত খাওয়ার মত দশা তৈরি হয়েছে।
ঢাকার বাজারগুলোতে এখন খুচরায় আলুর দর ৬৫ থেকে ৭০ টাকা। পাড়া-মহল্লায় এই দর ঠেকেছে ৭৫ থেকে ৮০ টাকায়।
পাইজাম, ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের চালের দাম লাফ দিলেও পাওয়া যাচ্ছে ৬৫ টাকা কেজি দরে, প্রতি কেজি মিনিকেট পাওয়া যাচ্ছে ৭৫ টাকায়।
চালের এ দরও গত বছরের একই সময়ের চেয়ে জাত ও মানভেদে টিসিবির হিসাবেই ৭ থেকে ১৬ শতাংশ বেশি। সরকার চাল আমদানিতে শুল্ক কমালেও কোনো প্রভাব পড়েনি বাজারে।
তবে আলুর দামের বাড় বাড়ন্ত আরও বেশি। টিসিবি বলছে, গত বছর একই সময় আলু পাওয়া গেছে ৪৫ থেকে ৫০ টাকায়, এক বছরে বেড়েছে ৪৩ শতাংশ।