সাপ্তাহিক ছুটির দিনে দেশের প্রেক্ষাগৃহে এসেছে দুইটি সিনেমা।
এর মধ্যে প্রেমের গল্পের ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’ স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখাসহ মুক্তি পেয়েছে দেশের ১৮টি প্রেক্ষাগৃহে।
এছাড়া ‘রং ঢং’ সিনেমাটিও দেখা যাচ্ছে প্রেক্ষাগৃহে; চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসা নতুন শিল্পীদের প্রতারিত হওয়ার গল্প এই সিনেমার প্রেক্ষাপট।
চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের সিনেমা ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’। নির্মাতা রেজাউর রহমান গ্লিটজকে বলেছেন স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি মল, সীমান্ত সম্ভার, এসকে টাওয়ার, সনি স্কয়ার, বিজয় সরণি শাখা,ও বালি আর্কেডে ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’ দেখানো হচ্ছে।
এছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ সিনেমা, সৈনিক ক্লাব, বিজিবি অডিটোরিয়াম ও দিয়াবাড়ী উত্তরার মিউজিক মুভি থিয়েটারসহ ঢাকার বাইরের বেশকিছু প্রেক্ষাগৃহেও সিনেমাটি এসেছে।