কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত দারুণ সব নৈপুণ্যে পার্থক্য গড়ে দিচ্ছেন লিওনেল মেসি। ফুটবলের এই মহাতারকা সেরা ছন্দে থাকলে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা অতীতেও দেখা গেছে। আর্জেন্টিনার বিপক্ষে সেমি-ফাইনালের আগে ক্রোয়েশিয়াকে তাই সতর্ক করে দিলেন দেশটির সাবেক মিফফিল্ডার রবের্ত প্রসিনেচকি।
তবে, মেসির ওপর যে অনেক চাপ থাকবে, সেটিও মনে করিয়ে দেন রিয়াল মাদিদ ও বার্সেলোনার সাবেক এই ফুটবলার।
এই নিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয়বার বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলবে ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালে প্রথমবার শেষ চারে খেলা দলের সদস্য প্রসিনেচকি আসছে লড়াইয়ে আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন। তবে রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ক্রোয়েশিয়ার হারিয়ে দেওয়ার স্মৃতি মনে করে সুপার দেপোর্তিভো রেডিওর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, এবারও যেকোনো কিছু হতে পারে।