বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে ২ লাখ সই নিয়ে পিটিশন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ১৭:৫৮

বিশ্বকাপ শেষ, ট্রফি নিয়ে ঘরে ফিরে গেছে চ্যাম্পিয়নরা। এখন কি আবারও ফাইনাল ম্যাচটি আয়োজন সম্ভব? আদতে ব্যাপারটা অসম্ভব হলেও এমন দাবি তুলেছেন লাখো মানুষ। যার মধ্যে ফ্রান্সের সমর্থকই বেশি।


আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার ফাইনালটি নিরপেক্ষভাবে পরিচালনা হয়নি, এই অভিযোগে সমর্থন দিয়ে পিটিশনে অংশ নিয়েছেন দুই লাখের বেশি ফুটবল সমর্থক।


পুরো বিশ্বকাপেই রেফারিং নিয়ে অভিযোগ ছিল দলগুলোর। বাদ গেলো না ফাইনালও। নানা সমালোচনার মুখে আত্মপক্ষ সমর্থন করতে মুখ খুলতে হয়েছে ফাইনাল পরিচালনা করা পোলিশ রেফারি সাইমন মারচিনিয়াকেও।


গত রোববার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ সমতায় ছিল। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে ফ্রান্স সমর্থকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়।


এর মধ্যে আছে আর্জেন্টিনার প্রথম আর তৃতীয় গোল। ম্যাচের ২৩ মিনিটে রেফারি আর্জেন্টিনাকে একটি পেনাল্টি দেন, যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us