বিশ্বকাপ জিতবো বললে মিথ্যা বলা হবে: আর্জেন্টিনা কোচ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৫:২৬

ফুটবল বিশ্বকাপ শুরুর বাকি রয়েছে তিন মাসের কিছু বেশি দিন। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপ নিয়ে নানান আলোচনা। সেই আলোচনায় শামিল হয়েছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনিও। তবে নিজ দলকে নিয়ে আগেভাগে কিছু বলতে নারাজ লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের গুরু।


আগামী ২২ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় দিন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। সি গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। বড় লক্ষ্যের কথা জানানোর আগে গ্রুপ পর্বে আসন্ন চ্যালেঞ্জের কথা আবারও মনে করিয়ে দিয়েছেন স্কালোনি।


আর্জেন্টাইন কোচের মতে, এবারের বিশ্বকাপে অন্তত দশটি দল শিরোপার জন্য লড়বে। তাই আগেই যদি বলেন যে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে; তাহলে সেটি মিথ্যা বলা হবে বলে মনে করেন স্কালোনি। কেননা বিশ্বকাপের অন্যান্য দলগুলোও শিরোপার জন্য নিজেদের সেরাটা দিয়ে লড়বে।


সংবাদমাধ্যমে স্কালোনি বলেছেন, ‘এবার অন্তত দশটি দল রয়েছে যারা শিরোপার জন্য লড়বে। তারা সর্বোচ্চ পর্যায়ে ঝুঁকি নিতেও রাজি থাকবে। তাই আমি ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখনই বিশ্বকাপ জিতবো বলে দিলে মিথ্যা বলা হবে। কারণ সবগুলো দল দুর্দান্ত। প্রতিপক্ষ যেমনই হোক, তারা লড়বে।’


তবে তার দল সর্বোচ্চটা মাঠে নিংড়ে দেবে জানিয়ে স্কালোনি আরও বলেন, ‘আমাদের জাতীয় দল মাঠে নিজেদের ঘামের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে আসবে। মানুষ যেনো বুঝতে পারে এই দলটিই তাদের প্রতিনিধিত্ব করছে। ফলাফল যেকোনো কিছুই হতে পারে। তবে ভক্তরা যেনো বুঝতে পারে খেলোয়াড়রা শতভাগ দিয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us