রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত আছে, এটা অবশ্যই ইতিবাচক দিক। বছরের শুরু থেকে ডলার–সংকট বাড়লে আওয়ামী লীগ সরকার প্রবাসীদের প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু প্রবাসী আয় কমে যাওয়ার প্রকৃত কারণ হুন্ডি ব্যবসা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় সেই প্রণোদনা খুব একটা কাজে লাগেনি।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা লাগে। সেই ধাক্কা কাটিয়ে সেপ্টেম্বর ও অক্টোবরে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রথম আলোর খবর অনুযায়ী, অক্টোবরে ২৩৯ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা প্রায় ২৮ হাজার ৭৪০ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। গত বছরের অক্টোবরে দেশে এসেছিল ১৯৭ কোটি ১৪ লাখ ডলারের প্রবাসী আয়। ফলে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে প্রায় ২১ শতাংশ।