২০২৪ সালের মার্কিন নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে প্রতিযোগিতা চলছে। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাররা ৫ নভেম্বর ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।
এবার নির্বাচনটি ২০২০ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হিসেবে ধারণা করা হলেও জুলাই মাসে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার পুনঃনির্বাচনী প্রচারণা বন্ধ করে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানানোয় পাল্টে গেছে নির্বাচনের প্রেক্ষাপট। এবার বড় প্রশ্ন হলো—যুক্তরাষ্ট্র কি তার প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে, নাকি দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্পের শাসন দেখতে যাচ্ছে?
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঘনিয়ে আসা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস, উভয়ই নিজ নিজ প্রচারণার তৎপরতা বাড়িয়ে তুলেছেন। গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত জর্জিয়া, মিশিগান এবং নর্থ ক্যারোলাইনায় তারা প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছেন।