স্থানীয় সরকারব্যবস্থার সংস্কারে কমিশন নয় কেন?

যুগান্তর আবু তাহের খান প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ১১:২৮

অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে ১০টি সংস্কার কমিশন গঠন করেছে। কমিশনগুলোকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে; অর্থাৎ এ কাজের জন্য সংশ্লিষ্ট কমিশনগুলো সময় পাবে তিন মাসেরও কম।


তবে ধারণা করা যায়, বিষয়ের গভীরে গিয়ে আনুষঙ্গিক তথ্য, উপাত্ত ও অংশীজনদের মতামতগুলো অনুপুঙ্খভাবে পর্যালোচনাপূর্বক জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে ধারণ করে এসব প্রতিবেদন তৈরির জন্য এসময় খুবই সীমিত। আর সে কারণে কোনো কোনো কমিশনকে হয়তো শেষ পর্যন্ত সময় বৃদ্ধির আবেদনও জানাতে হতে পারে। দুর্নীতি দমনসংক্রান্ত কমিশন ইতোমধ্যে আগামী ৬ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে। তবে তিন মাসের মধ্যে না হলেও অন্তত চার মাসের মধ্যে সব প্রতিবেদনই তৈরি হয়ে যাবে বলে ধারণা করা চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us