আমরা একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখছি

কালের কণ্ঠ সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ১১:২৩

লোকে গণতন্ত্র চায় এবং স্বৈরাচার পছন্দ করে না, তা সেই স্বৈরাচার সামরিক, তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তীকালীন কিংবা নির্বাচিত যে ধরনেরই হোক না কেন। আওয়ামী লীগ সরকার দেশে যথার্থ গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিল। গণতন্ত্র জিনিসটা আসলে কী, তা বোঝা মুশকিল এবং সাধারণভাবে এটা বলা অসংগত নয় যে গণতন্ত্র কী নয়, তা বলা যতটা সহজ; গণতন্ত্র কী, তা বলা ততটা সহজ নয়। তার একটা কারণ গণতন্ত্রের ব্যাপারে আমাদের অভিজ্ঞতা নেই বললেই চলে, আমরা শাসিত হয়েছি নানা রকম স্বৈরাচারের দ্বারা, যা কখনো এসেছে প্রকাশ্যে, অন্য সময়ে ছদ্মবেশে।


তা ছাড়া ওটাও সত্য যে আমাদের বিদ্যমান রাষ্ট্রীয় ও সামাজিক ব্যবস্থায় যথার্থ গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তবে গণতন্ত্র বলতে কী বোঝায় না, তা আমরা বিলক্ষণ জানি। সেটাও জেনেছি অভিজ্ঞতা থেকেই। যেমন আমরা জানি গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের একচ্ছত্র আধিপত্য নয়।


সংখ্যাগরিষ্ঠতার দম্ভ ও দাপটে জনগণের দুর্দশা যেকোনো স্তরে গিয়ে পৌঁছতে পারে, প্রতিটি সরকারের শাসনামলে সে ব্যাপারে ভুক্তভোগীর অভিজ্ঞতা আমাদের রয়েছে। লোকে ওই শাসনকে প্রত্যাখ্যান করে এবারের সরকারের আগমনে স্বস্তির শ্বাস ফেলেছিল। এই সরকার যদি নিরঙ্কুশ ভেবে, সেই বলে বলীয়ান হয়ে তারা যদি আগের শাসকদের মতোই আচরণ করে, তবে কেবল যে জনগণের ক্ষতি হবে তা নয়, যাঁরা এখন দেশ শাসন করছেন, তাঁদের জন্যও যে ব্যাপারটা বিপজ্জনক হবে, তাতে সন্দেহ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us