ভারতের মথুরা জেলার বৃন্দাবন শহরের বাঁকে বিহারী মন্দিরে একটি হাতির ভাস্কর্যের মুখ থেকে পানি পড়ে, যা ভক্তরা ‘চরণামৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি মনে করে পান করছেন। তবে পরবর্তীতে জানা যায়, আসলে ওই পানি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মথুরা জেলার বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া ফোঁটা ফোঁটা পানি পান করার জন্য ভক্তরা ব্যাপকভাবে ভিড় করছেন। ভিড় জমানো এসব ভক্ত এটিকে ‘চরণ অমৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি বলে বিশ্বাস করেন।