তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন, তাঁর দেশে আক্রমণ চালানোর প্রস্তুতির জন্য সামরিক মহড়াকে ব্যবহার করছে চীন।
আজ মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জোসেফ উ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে সামরিক পদক্ষেপের অজুহাত হিসেবে বেইজিং ব্যবহার করছে বলেও অভিযোগ করেন জোসেফ উ।
জোসেফ উ বলেন, ‘চীনের আসল উদ্দেশ্য তাইওয়ান প্রণালি ও পুরো অঞ্চলের স্থিতাবস্থা পরিবর্তন করা।’
চীনের তীব্র আপত্তি সত্ত্বেও গত সপ্তাহে পেলোসি স্বশাসিত তাইওয়ান সফর করেন। তাঁর তাইওয়ান সফরে ক্ষুব্ধ হয় চীন।