বিদেশিদের পাল্টা চাপ আ.লীগের

দেশ রূপান্তর প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ০৯:৩৪

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রায় দেড় বছর বাকি। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে সমমনা দলগুলোর সঙ্গে সংলাপ করছে। একই সঙ্গে দাবি আদায়ে বিদেশিদের সমর্থন পেতে কূটনীতিক তৎপরতাও জোরদার করেছে। কয়েকটি দেশ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা ছাড়াও বিএনপিকে নির্বাচনের আনার ব্যাপারে চাপ দিচ্ছে। বিএনপির আন্দোলন প্রস্তুতি ও বিদেশিদের চাপ মাথায় রেখে আওয়ামী লীগও প্রস্তুতি নিচ্ছে। পাল্টা কৌশল হিসেবে বিদেশিদের সঙ্গে আলোচনায় বিএনপিকে নির্বাচনে আসতে রাজি করানোর জন্য বলছে দলটি।


আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে দলটির এমন কৌশলের বিষয়ে জানা গেছে।


এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপির রাজনীতি বিদেশিদের ওপর নির্ভর করে। দেশের জনগণের প্রতি দলটির কোনো আস্থা নেই।’ তিনি বলেন, ‘বিএনপি বিদেশিদের কাছে বারবার ধরনা দিচ্ছে। কোটি কোটি ডলার বিনিয়োগ করে লবিস্ট নিয়োগ দিয়েছে বিভিন্ন দেশে। তাই নির্বাচন নিয়ে বিভিন্ন বক্তব্য বিদেশিদের কাছ থেকে আসছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us