পিলখানার ঘটনার পেছনে কারা ছিল, কিছুটা তো আমরা জানি: কর্নেল ফারুক খান

আজকের পত্রিকা প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০২

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, ২৫ ফেব্রুয়ারি (বিডিআর বিদ্রোহ) ঘটনার পেছনে যারা কুশীলব, কিছুটা তো আমরা জানি কারা ছিল। আজ রোববার সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানার শহীদদের কবরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 


ফারুক খান বলেন, ‘আমরা জানি যে সেদিনের ঘটনার কিছুক্ষণ আগে বেগম জিয়ার বাসা থেকে কালো রঙের একটি গাড়ি কোনো ধরনের প্রটোকল ছাড়া বেরিয়ে গেছে। এতে প্রমাণিত হয় যে তিনি জানতেন এমন ঘটনা ঘটবে।’ 


পিলখানার ঘটনার পেছনে যারা আছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us