তাইওয়ানের প্রেসিডেন্টের দফতরের ওয়েবসাইটে সাইবার হামলা করা হয়েছে। একই সময় দ্বীপ ভূখণ্ডটির প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরেও হামলা করা হয়।-খবর রয়টার্সের। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের মন্ত্রিপরিষদের মুখপাত্র সম্প্রতি চীনের সামরিক মহড়ার তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
তিনি জানিয়েছেন, তাইওয়াসের প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট দফতরের ওয়েবসাইটে হামলা করেছে হ্যাকাররা। এদিকে, তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে দ্বীপ ভুখণ্ডটির ছয়টি এলাকায় সামরিক মহড়া শুরু করেছে চীন।