মাংকিপক্স শনাক্তের হার বাড়ছে যুক্তরাষ্ট্রে। সংক্রমণ ঠেকাতে সান ফ্রান্সিসকো শহরে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে সতর্ক অবস্থানে রয়েছে নিউ ইয়র্ক। এর মধ্যে যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট।
নিউ ইয়র্ক কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৯ জুলাই) জানিয়েছে, ভাইরাসটি রাজ্যজুড়ে জনস্বাস্থ্যের জন্য একটি আসন্ন হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য কমিশনার মেরি টি বাসেট বলেন, এই ঘোষণাটি প্রতিরোধ কার্যক্রমে নিযুক্ত স্বাস্থ্য বিভাগগুলোকে সহায়তা করবে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোয় মাংকিপক্সকে ‘স্থানীয় জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মেয়র লন্ডন ব্রিড বলেন, রোগের ঝুঁকি কম রয়েছে। আগামী (১ আগস্ট) থেকে কার্যকর হওয়া ঘোষণাটি রোগটি প্রতিরোধে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহে সহায়তা করবে। কোভিডের প্রথমদিকে সান ফ্রান্সিসকো দেখিয়েছিল যে জনস্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক পদক্ষেপ কতটা অপরিহার্য।