‘মোস্তফা সরয়ার ফারুকীকে আওয়ামী দোসর বলা হাস্যকর’

কালের কণ্ঠ প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ২২:০১

সপ্তাহ খানেক আগে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন গুণী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। উপদেষ্টা হওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা সমালোচনা। শুধু সমালোচনায় নয়, তার পদত্যাগও দাবি করেছেন অনেকে। তবে অনেকে আবার তাকে যোগ্য মনে করে পোস্টও দিচ্ছেন।


যেমন আজ তার সহকর্মী ও তার ছবিয়াল টিমের সদস্য অন্যতম নির্মাতা আশফাক নিপুন দিয়েছেন একটি দীর্ঘ পোস্ট। আজ সন্ধ্যায় দেয়া পোস্টে তিনি লেখেন, ‘মোস্তফা সরয়ার ফারুকীকে আওয়ামী দোসর বলা হাস্যকর। দু:খজনক না বলে হাস্যকর বললাম কারণ খোদ কট্টর আওয়ামী শিল্পী সমাজ থেকে শুরু করে ক্যাডার বাহিনী পর্যন্ত তাঁকে নিজেদের দলে দেখতে আগেও স্বাচ্ছন্দবোধ করেন নাই, এখনো করবেন না। বিশ্বাস না হলে আপনার পাশের আওয়ামীজন কে জিজ্ঞেস করে দেখেন? ছ্যাঁত করে উঠবে! আর উনার পুরোনো কিছু স্ট্যাটাস, ছবিই যদি অকাট্য প্রমাণ হয় তাহলে তার বিপরীতে গত ১৫ বছরে, বিশেষ করে জুলাই আন্দোলনে নিরন্তর আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে সমালোচনা করে উনার ফেসবুক পোষ্টও আমলে নেয়া হোক? যেগুলো নিয়ে আওয়ামী শিল্পী সমাজ থেকে শুরু করে খোদ পলাতক প্রধানমন্ত্রী পর্যন্ত চূড়ান্ত বিরক্ত ছিলেন? অথবা আওয়ামী সরকারের আমলে দুইবার উনার সিনেমা আটকে দেয়া আমলে নেয়া হোক?’


তিনি লেখেন, ‘কয়েকটা ফেসবুক পোষ্ট আর একটা/দুইটা ছবি যদি কোন দলের দোসর হওয়ার, সহমত ভাই হওয়ার চুড়ান্ত যোগ্যতা হয় তাহলে গত ১৬ বছরে যেসব শিল্পী নিজেদের 'আপা'র কাছের লোক প্রমাণে, প্লট, পদ, ব্যবসা বাণিজ্য বাগানোর জন্য ভুয়া নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে 'আপা'র সামনে, পিছনে হাত কচলে, তৈলমর্দন করতে করতে আমাকে আর আমিমনাদের দিনরাত শূলে চড়াতেন তাদের জন্য এক বালতি সমবেদনা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us