এবারের বিপিএলে তিনি রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে থাকছেন। সেটা পুরোন খবর। তবে বিপিএল শুরুর দেড় মাস আগেই রংপুর রাইডার্সের সাথে কাজ শুরু করে দিয়েছেন মোহাম্মদ আশরাফুল।
চলতি মাসের ২৮ তারিখে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় যে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে, ওই আসরে রংপুর রাইডার্সের প্রধান সহকারি কোচ হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
আগেই জানা রংপুর রাইডার্সের এবারের প্রধান কোচ মিকি আর্থার। তার সাথে চিফ অ্যাসিসটেন্ট কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে বেছে নিয়েছে রংপুর টিম ম্যানেজমেন্ট ও ফ্র্যাঞ্চাইজিরা। গত চারদিন আশরাফুলের অধীনেই রাজধানী ঢাকায় অনুশীলন করলো রংপুর রাইডার্স।