কিছু নীতি শিথিল করায় জার্মানি ২০২৪ সালে ১০ শতাংশেরও বেশি পেশাদার ভিসা ইস্যু করবে, যাতে দীর্ঘমেয়াদি শ্রম সংকট মোকাবেলা করা যায়। দেশটির সরকারের পক্ষ থেকে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
গত বছর দক্ষ শ্রমিকদের জন্য অভিবাসন সম্পর্কিত নিয়ম শিথিল করার পর ১৩ লাখ ৪০ হাজার চাকরি খালি থাকায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। গত কয়েক বছরে দেশটির অর্থনীতি কিছুটা স্থবির হয়ে পড়েছে।
সরকারি বিবৃতিতে এদিন জানানো হয়েছে, কানাডার অনুপ্রেরণায় একটি পয়েন্টভিত্তিক ব্যবস্থা গ্রহণের পর ২০২৪ সালে দুই লাখ পেশাদার ভিসা ইস্যু করা হবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, তৃতীয় দেশের জন্য শিক্ষার্থী ভিসা ২০ শতাংশ বেড়েছে, প্রশিক্ষণ ভিসার সংখ্যা দ্বিগুণ হয়েছে এবং বিদেশি যোগ্যতার স্বীকৃতির হার প্রায় ৫০ শতাংশ বেড়েছে।