কীভাবে ছড়াচ্ছে মাঙ্কিপক্স

প্রথম আলো প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ২৩:১৫

বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে মাঙ্কিপক্স রোগীর সংখ্যা। মাঙ্কিপক্স হলো স্মলপক্স আর কাউপক্সের সঙ্গে সম্পর্কিত একটি পক্স ভাইরাস। এই ভাইরাসের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


মাঙ্কিপক্স সংক্রমণ হলে সাধারণত ফুসকুড়ি বা ফোসকার মতো ক্ষত হয়। ফ্লুর মতো উপসর্গ দেখা দেয়। কখনো জ্বরও হয়ে থাকে। ক্ষত সাধারণত বাহু আর পায়ে হয়ে থাকে। দেখা যায়, দীর্ঘ সময় ত্বকে ত্বকে সংস্পর্শ হলে এর বিস্তার ঘটে।


যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) মুখ্য বিজ্ঞানী ডা. জন ব্রুক্স বললেন, যৌনাঙ্গ আর মলদ্বার–সংলগ্ন এলাকায় এখন এর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তাই এসব স্থানে র‍্যাশ হলে সবারই ডাক্তারের কাছে যাওয়া উচিত। সাধারণত ঘনিষ্ঠ সংস্পর্শে এই রোগের বিস্তার হয়।


মাঙ্কিপক্সের ক্ষতের সঙ্গে সরাসরি দৈহিক সংস্পর্শের সম্পর্ক রয়েছে। সংক্রমিত স্থানে স্পর্শ করলে মাঙ্কিপক্স দ্রুত ছড়িয়ে পড়ে। গর্ভফুলের মাধ্যমে গর্ভে থাকা শিশুরও মাঙ্কিপক্স হতে পারে। তবে সংক্রমিত লোকের আশপাশে থাকলে এই রোগ ছড়ায় না।


মাঙ্কিপক্সে সংক্রমিত হলে নিভৃত নিবাসে থাকতে হবে। র‍্যাশ না শুকানো পর্যন্ত অন্যদের থেকে দূরে থাকাই ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us