চলতি আইপিএলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি হার্দিক পান্ডিয়া। তারপরও কেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের সহ-অধিনায়ক করা হল হার্দিককে? এই প্রশ্নই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। এবার এই বিষয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকার।
হার্দিক ফিট থাকলে যা করতে পারেন তার কোনও বিকল্প হয় না বলে মনে করেন ভারতের প্রধান নির্বাচক। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তার অবদান থাকে। বিশেষ করে তার মিডিয়াম পেস ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বেশ কার্যকরী হতে পারে। এসব দিক বিবেচনা করেই তাকে দলে রাখা হয়েছে।