যুদ্ধ মানবতা ও সভ্যতার অন্যতম চ্যালেঞ্জ; বলা যায় অন্যতম শত্রু। বিশ্ব সভ্যতার ব্যাপক অগ্রগতি সত্ত্বেও যুদ্ধ নামক ভয়ংকর বাস্তবতা থেকে পৃথিবী পরিত্রাণ লাভ করতে পারেনি। পৃথিবীতে বিভিন্ন ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছে।
ইতিহাসবিদদের কাছ থেকে আমরা জানতে পারি বিশ্বে শত বছরব্যাপী যুদ্ধ হয়েছে, ৩০ বছরব্যাপী যুদ্ধ হয়েছে, নেপোলিয়ানিক যুদ্ধ সংঘটিত হয়েছে, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। লক্ষ করার বিষয়, পৃথিবীতে যত বৃহৎ আকারের যুদ্ধ হয়েছে, এর প্রায় সবই সংঘটিত হয়েছে ইউরোপে অর্থাৎ ইউরোপ ছিল যুদ্ধের অন্যতম প্রাণকেন্দ্র।
ইউরোপের বাইরেও সারা বিশ্বে নানা সময় নানা যুদ্ধ সংঘটিত হয়েছে। কখনো সাম্রাজ্য রক্ষা করার জন্য, কখনো সাম্রাজ্য বৃদ্ধি করার জন্য যুদ্ধ হয়েছে, অন্য কোনো দেশ বা অঞ্চলকে আক্রমণ করার জন্য যুদ্ধ হয়েছে। ফলে যুদ্ধের ইতিহাস অনেক করুণ। যুদ্ধের ভয়াবহতার সঙ্গে মানবজাতি পরিচিত। যুদ্ধ কীভাবে পৃথিবীকে বিভিন্ন সময় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, বিভিন্ন সভ্যতাকে ধ্বংস করেছে এবং আধুনিক সভ্যতার অগ্রগতির জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে, তা উপলব্ধি করা যায়।