তুমুল উত্তেজনাকর পরিস্থিতিতে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণার পর যে অভিযোগ উঠেছে, তা উড়িয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বৃহস্পতিবার ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেছেন, ভোটের ফল বদলে ফেলার সুযোগ রিটার্নিং কর্মকর্তার ছিল না।
আগের দিন অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতকে ৩৪৩ ভোটে বিজয়ী ঘোষণা করেন ও্ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
সেখানে ভোটের ফল পরিবেশন কেন্দ্রে ১০৫টি কেন্দ্রের ১০১টির ফল ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর এগিয়ে থাকার মধ্যে হৈ চৈয়ের কারণে ফল ঘোষণা বন্ধ হয়েছিল কিছুটা সময়।
এরপর বাকি চার কেন্দ্রসহ পূর্ণাঙ্গ ফল রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করলে কারচুপির অভিযোগ তোলেন সাক্কু। তিনি দাবি করেন, তার হিসাবে তিনি জিতেছেন, কিন্তু তাকে হারানো হয়েছে।