কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক ওরফে সাক্কু কয়েকটি কেন্দ্রের ফলাফল বাতিল ও গেজেট স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনালে যাচ্ছেন। এ জন্য প্রয়োজনীয় নথি প্রস্তুত করছেন তিনি। আগামী ২২ জুলাইয়ের আগেই তিনি ট্রাইব্যুনালে মামলা করবেন। আজ মঙ্গলবার বিকেলে মনিরুল হক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মনিরুল হক বলেন, ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র থেকে শিল্পকলা একাডেমির দূরত্ব আধা কিলোমিটার। এই পথ যেতে পাঁচ মিনিট সময় লাগে। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তাঁর এজেন্টদের ফলাফল বিবরণী না দিয়ে দ্রুত চলে যান। দিশাবন্দের নতুন ও পুরোনো ভবন ভোটকেন্দ্রে ফলাফলের তালিকায় যে স্বাক্ষর ও পিন নম্বর আছে, সেটি তাঁর এজেন্টদের নয়। শালবন বিহার কেন্দ্রে ভোটের ফলাফলে তাঁর এজেন্টের কোনো স্বাক্ষর নেই। এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টেরও নেই। ফলাফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তার অবৈধ হস্তক্ষেপ ও অদৃশ্য রাজনৈতিক শক্তির প্রভাবে কালক্ষেপণ করার কারণে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়।