বাজেট প্রতিক্রিয়া: বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে—ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম

বণিক বার্তা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম প্রকাশিত: ১০ জুন ২০২২, ০৮:৩৬

বাজেটের আকার যা ধরা হয়েছে তাতে আমার কোনো আপত্তি নেই। তবে এ আকারের বাজেট বাস্তবায়ন করার সক্ষমতা আছে কি না সেটা দেখার বিষয়। দ্বিতীয়ত, বাজেট ঘাটতি ৫ দশমিক ৫ শতাংশ। এতেও আমার আপত্তি নেই। এটা ৬ শতাংশ হলেও আমি আপত্তি করতাম না।


তবে এখানে ব্যাংক খাত থেকে ঋণের মাত্রা বাড়ানো হয়েছে এটা আমি সমর্থন করি না। কারণ, এতে করে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কম হবে। এতে বেসরকারি খাতে বিনিয়োগ কমতে পারে। অন্যদিকে বিনিয়োগের যে টার্গেট সেখানে বেসরকারি খাতে ঋণ আরো বাড়ানোর কথা বলা হয়েছে, এটা পরস্পর সামঞ্জস্যপূর্ণ না। রাজস্ব আহরণের টার্গেট পূরণ করাও বেশ কঠিন হবে। তবে চেষ্টা করতে হবে। এক্ষেত্রে যেটা করা দরকার তা হলো যারা যোগ্য কর এবং ভ্যাটের ক্ষেত্রে অথচ কর দেয় না তাদের করের আওতায় আনা। যেমন আয়কর। ৪৫ লাখের মতো টিআইএনধারী আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us