‘আমি বাজেট-টাজেট বুঝি না, পেট চললেই খুশি’

এনটিভি প্রকাশিত: ০৯ জুন ২০২২, ২১:৩০

জব্বুল রহমান। তিনি ২০ বছর ধরে রিকশা চালান। জব্বুল বাজেট সম্পর্কে তেমন কিছু বোঝেন না। তবে, তিনি পেট কীভাবে চালাতে হবে তা বোঝেন। জব্বুল শুনেছেন, আজ বৃহস্পতিবার সংসদে বাজেট ঘোষণা করেছে সরকার।


বাজেট ঘোষণা সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে এক কথায় জব্বুলের জবাব, ‘আমি বাজেট-টাজেট বুঝি না, পেট চললেই খুশি।’ রাজধানীর কারওয়ান বাজারের রিকশা ধরে দাঁড়িয়ে থেকে জব্বুল রহমান বললেন, ‘প্রত্যেকদিন চাল, ডাল, তেলসহ সবজির দাম বাড়ছে। বাড়ে না শুধু রিকশার পেডেল মারার দাম। অনেক কষ্ট হয় ছেলে-মেয়েকে খাওয়াতে। আমার দুই মেয়ে লেখাপড়া করে। সব মিলিয়ে হসপছ অবস্থা।’ কারওয়ান বাজারের পেঁয়াজ, আলু আর রসুন বিক্রেতা আবদুল হামিদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us