২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অর্থমন্ত্রী আগামী ৯ জুন সংসদে উত্থাপন করবেন। এবারের বাজেট পেশ করা হচ্ছে বিশেষ প্রেক্ষাপটে।
করোনা মহামারি এবং ইউক্রেনে-রাশিয়ার সামরিক হস্তক্ষেপ বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে তুলেছে। করোনা মহামারি যখন প্রবল রূপে দেখা দেয়, তখন দেশে দেশে কলকারখানাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং বহু শ্রমিক কর্মচ্যুত হয়। করোনার ফলে যে বেকারত্ব সৃষ্টি হয় তাতে আয়-উৎপাদন সংকুচিত হয়ে যায়।
বহু দেশের অর্থনীতি সংকুচিত হয়ে পড়ে। অর্থনৈতিক সংকোচনের ফলে কর্মসংস্থানজনিত আয় হ্রাস পায় এবং অনেক দেশের জিডিপি হ্রাস পায়। এ ছাড়া অনেক দেশ করোনা মহামারি প্রতিরোধ করতে গিয়ে বিশাল অঙ্কের অর্থ করোনা ভ্যাকসিন কেনার জন্য ব্যয় করতে বাধ্য হয়। ভ্যাকসিনের জন্য অর্থ ব্যয় করতে গিয়ে অন্যান্য খাতে ব্যয় হ্রাস করতে হয়, এমনকি বেশ কিছু খাতে অর্থ বরাদ্দ থামিয়ে দিতে হয়।