মঙ্গলবার ১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ১৩:৫৭

দেশের বর্তমান পরিস্থিতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা। সোমবার (১৪ মার্চ) আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।


তারা জানান, মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ১৪ দলীয় জোটের শরীক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই বৈঠকে অংশ নিচ্ছেন না জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।


এ বিষয়ে শরীফ নূরুল আম্বিয়া জাগো নিউজকে বলেন, আমরা জানি প্রধানমন্ত্রী ১৪ দলের বৈঠক ডেকেছেন। কিন্তু আমরা বৈঠকে যাচ্ছি না। আমরা এখন ১৪ দল ছেড়ে আমাদের পুরোনো অবস্থানে আছি। এই মুহূর্তে গণতন্ত্রের সংকট থেকে উত্তরণের জন্য নতুন উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। আর সেজন্য আমরা কাজ করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us