রাসায়নিক অস্ত্রের মজুত নিয়ে কয়েক দিন ধরেই একে অন্যকে দোষারোপ করে আসছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করে বলেছে, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে। অন্যদিকে রাশিয়া বলছে, ইউক্রেনকে রাসায়নিক অস্ত্র বানাতে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। এসবের মধ্যে গতকাল শুক্রবার বাইডেন বলেছে, ইউক্রেনে রাসায়নিক হামলা চালালে রাশিয়াকে ‘চড়া মূল্য’ দিতে হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বাইডেন বলেন, ‘আমার কাছে যে গোয়েন্দা তথ্য আছে, সে বিষয়ে কিছু বলব না। কিন্তু রাসায়নিক অস্ত্রের ব্যবহার করলে রাশিয়াকে সত্যি চড়া মূল্য দিতে হবে।’
অবশ্য রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে, যুক্তরাষ্ট্র এ বিষয়ে এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি। এরপরও হোয়াইট হাউসের পক্ষ থেকে বারবার এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এর আগে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া।