আত্মসমর্পণের পরেও ইউক্রেনীয় সেনাদের যেভাবে গুলি করে মারা হয়

প্রথম আলো প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৬

ধুলায় ঢাকা রাস্তার ওপর পাশাপাশি হাঁটু গেড়ে বসলেন তিন সেনা। তাঁদের হাত মাথার পেছনে। কিছুক্ষণ বাদেই মাটিতে লুটিয়ে পড়লেন সবাই। একেবারে অসাড়। কোনো নড়াচড়া নেই। ড্রোন থেকে ধারণ করা একটি ভিডিওতে এমন চিত্রই ধরা পড়েছে।


ভিডিওটি সিএনএনের হাতে এসেছে। সেটি ধারণ করা হয়েছিল গত আগস্ট মাসের শেষের দিকে—পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহরে। সেখানে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে। ভিডিওতে যে তিন সেনাকে দেখা যাচ্ছে, তাঁরা ইউক্রেনীয়। আশপাশে থাকা রুশ সেনারা তাঁদের হত্যা করেছেন বলেই ভিডিওটি দেখে মনে হচ্ছে।


গত বছরের নভেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত সিএনএনকে এমন ১৫টি ঘটনার তালিকা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রগুলো। বেশির ভাগ ঘটনাই ড্রোন থেকে ধারণ করা বা অডিও ক্লিপ থেকে পাওয়া। সূত্রগুলো বলছে, যুদ্ধের সম্মুখসারিতে আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনাদের বন্দী না করে হত্যা করছেন রুশ সেনারা। চলতি বছর এমন হত্যাকাণ্ড বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us