বাংলাদেশে উচ্চ শিক্ষাস্তরে ছাত্ররাজনীতির দীর্ঘ ইতিহাস রয়েছে, যে ইতিহাস কিছুটা গৌরবোজ্জ্বল ও কিছুটা কলুষিত। বাংলা মুলুকে শুরুর দিকে ছাত্ররাজনীতি ছিল একটি ঐতিহাসিক ও শক্তিশালী সামাজিক আন্দোলনের অংশ। ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল দিকটি হলো ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই, দেশের স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ নানা ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশেষ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্রসমাজের উল্লেখযোগ্য ভূমিকা। আর ছাত্ররাজনীতির কলুষিত দিকটি হলো সহিংসতা, হল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ ক্যাম্পাসে নানা অপকর্ম।
সে যা-ই হোক, বর্তমান সময়ে ছাত্ররাজনীতি তার গৌরবময় অধ্যায় থেকে বিচ্যুত হয়ে পড়েছে। সামাজিক ও রাজনৈতিক অপসংস্কৃতির কারণে সংকটে রয়েছে ছাত্ররাজনীতি। দলীয় রাজনীতির সীমাবদ্ধতায় লেজুড়বৃত্তির মাধ্যমে ছাত্রদের নেতৃত্ব দানের প্রকৃতি ও কল্যাণমুখী রাজনৈতিক চিন্তার জগতকে সংকুচিত করছে, যা তাদের মধ্যে মুক্তচিন্তা ও সামাজিক নেতৃত্বের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আর সে কারণেই বর্তমান বাস্তবতায় চলমান লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতি দেশের সাধারণ মানুষকে বীতশ্রদ্ধ করে তুলেছে।