ঋণ শোধে অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

বণিক বার্তা প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৫

লেখক, বিজ্ঞাপন নির্মাতা, চিত্রশিল্পী, নাট্য পরিচালক আফজাল হোসেন। নানা পরিচয়ে তিনি পরিচিত। মঞ্চ, টেলিভিশন, সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’, ‘কারাগার’, ‘পেটকাটা ষ’ ও ‘বোধ’ সিরিজে।


আবারো ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। ১৩ নভেম্বর ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে নতুন সিরিজ ‘মেসমেট’। এতে মনোবিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।


২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘কারাগার ২’ ওয়েব সিরিজে সর্বশেষ দেখা মিলেছিল তার। এরপর শিহাব শাহীনের ‘বাবা সামওয়ান’স ফলোয়িং মি’ ওয়েব ফিল্মে অভিনয়ের কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত সরে যান। এরপর অভিনয়ে তেমন একটা দেখা যায়নি তাকে। ২০২২ সালে আফজাল হোসেন শুটিং করেছিলেন মেসমেটের। অবশেষে আলোর মুখ দেখছে সিরিজটি।


পলাশ পুরকায়স্থর ‘মেসমেট’ উপন্যাস অবলম্বনে একই নামে সিরিজটি বানিয়েছেন জন মিল্টন। সম্প্রতি বঙ্গর ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে ট্রেলার। আড়াই মিনিটের ট্রেলারে দেখা গেল, দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়ায় মামুনকে। স্বপ্নে সে মানুষের মৃত্যু দেখে। ভয়ানক বিষয় হলো, যেভাবে সে স্বপ্ন দেখে, সেভাবেই মানুষটি মারা যায়। পরামর্শ নিতে মামুন শরণাপন্ন হয় আফজালুর রহমান নামের এক মনোবিজ্ঞানীর। এক সময় নিজেই নিখোঁজ হয় মনোবিজ্ঞানী। তাকে খুঁজতে গিয়ে গোয়েন্দা বিভাগ পড়ে অথই সাগরে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us