চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটে আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এ ধাপে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে ৩৯৬ জন জয়ী হয়েছেন। অন্যদিকে ৩৯০ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এ ধাপে ৮৩৬টি ইউপিতে ভোটগ্রহণ হয়েছে। ইসির জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম-সচিব) আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ইসিতে ৭৯৬টি ইউপির ফলাফলের তথ্য এসেছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৩৯৬ জন প্রার্থী জয় পেয়েছেন, যা মোট ইউপি’র ৪৯ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন ৩৯০ ইউপিতে, যা মোট ইউপির ৪৮ দশমিক ৯৯ শতাংশ। এছাড়া ইসলামী আন্দোলন ২, জাকের পার্টি ১, জাতীয় পার্টি-জাপা ৬, জাতীয় পার্টি’র ১ জন জয় পেয়েছেন।