ঘাঁটিতেও নৌকার ভরাডুবি

সমকাল প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০৮:১১

সারাদেশে নির্বাচনের ফল খারাপ হলেও কিছু জেলায় সব সময়ই ভালো করে এসেছে আওয়ামী লীগ। জাতীয় সংসদ নির্বাচনেও এসব এলাকায় দলটি কখনও বিফল হয়নি। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এমন জেলাগুলোতেও এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীরা বড় ব্যবধানে হেরেছেন। এমনকি নৌকা প্রতীক নিয়ে ফরিদপুরে পাঁচজন প্রার্থী জামানতই বাঁচাতে পারেননি। দিনাজপুরের ২১টি ইউনিয়নের চেয়ারম্যান পদে অন্তত নৌকার ছয় প্রার্থী জামানত হারিয়েছেন। শেরপুরের শ্রীবরদীতে ৯ ইউপির মধ্যে সাতটিতে এবং কিশোরগঞ্জে ২২টির মধ্যে ১৩টিতে হেরেছে নৌকা।


দেশের অতীত নির্বাচনের ফল বিশ্নেষণে দেখা যায়, জাতীয় সংসদ নির্বাচনসহ অন্য যে কোনো নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এসব জেলায় একচেটিয়া বিজয়ী হয়েছিলেন। কিন্তু এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে এসব জেলায় ভোটের ফল ক্ষমতাসীনদের জন্য মোটেই সুখকর নয়। তৃতীয় ধাপের মতো চতুর্থ ধাপের ভোটেও সারাদেশে নৌকা প্রার্থীরা অর্ধেকের বেশি পদে হেরে বসে আছেন।
২৬ ডিসেম্বর রোববার সারাদেশের ৫৮টি জেলার ১১৮টি উপজেলার ৮৩৬টি ইউপিতে ভোট নেওয়া হয়।


এই ধাপে ভোটের আগেই একক প্রার্থী হিসেবে ৪৮ ইউপির চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে জয় নিশ্চিত করেন। ফলে রোববার ৭৯০ ইউপির চেয়ারম্যান পদে ভোট হয়। ৭৯০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তিন হাজার ৮১৪ জন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

চারজনের পরিচয় মিলেছে

কালের কণ্ঠ | সাতকানিয়া
২ বছর, ১০ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us