বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দু'বছরের মাথায় ক্যাম্পাসকে উন্নত প্রযুক্তির সাহায্যে কড়া নজরদারির আওতায় আনার উদ্যোগ নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০১৯ সালের ৭ অক্টোবর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নিজ হল শেরে বাংলা হলে রাতভর নির্যাতন করে হত্যা করে বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগের একদল নেতাকর্মী। ওই ঘটনায় সম্প্রতি বুয়েটের ২০ বহিষ্কৃত ছাত্রের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।
ভবিষ্যতে এ ধরনের নির্যাতনের ঘটনা বন্ধ করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো বিশ্ববিদ্যালয় ও হলগুলোতে এক্সেস কন্ট্রোল এবং ইমার্জেন্সি এলার্ম সিস্টেম চালু করবে বুয়েট কর্তৃপক্ষ। সব শিক্ষার্থীকে ইউনিফাইড স্মার্ট আইডি কার্ড সরবরাহের কথাও ভাবা হচ্ছে। এছাড়াও পুরো ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।