মহান বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো আজ (১৬ ডিসেম্বর)। বাঙালি জাতির গৌরবের দিন। এই দিনেই পরাধীনতার শিকল ভেঙে মুক্তির আনন্দে মেতেছিল বাঙালি জাতি। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনটি গভীর শ্রদ্ধায়-ভালোবাসায় স্মরণ করছে পুরো দেশ। বাংলাদেশের ক্রিকেটাররাও স্মৃতিবিজরিত দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগে জন্ম হয়েছে বাংলাদেশ নামের ভূখণ্ডের।
সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুতর্জা দীর্ঘ পোস্ট লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পোস্টের শুরুতে লিখেছেন, ‘আজ থেকে ৫০ বছর আগে যদি এই দিনটা না আসতো, তাহলে এতো ভালোবাসা, এতো ঘৃণা, এতো চাওয়া-পাওয়া, এতো আবেগ, এতো এতো কথা... সবই না বলা কথা হয়ে থাকতো! অনেকের অনেক পাওয়া ও না পাওয়ার মধ্যেও একটা বড় প্রাপ্তি, আমাদের দেশটা স্বাধীন। সেই স্বাধীনতা অর্জনের গল্পটি আরও গৌরবের। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ মানুষের প্রাণ ও আড়াই লাখ মা-বোনের সম্ভ্রম হারানো আর একজন অবিসংবাদিত নেতা- বঙ্গবন্ধু, সব মিলিয়ে আমাদের এই স্বাধীনতা।’