টি-টোয়েন্টি বিশ্বকাপে বিসিসিআই মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় দলের ‘মেন্টর’ হিসেবে নিয়ে যেতেই বাংলাদেশেও আলোচনাটা ওঠে প্রথম। বিশ্বকাপ চলাকালীন এক টিভি অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও একই ভূমিকায় মাশরাফি বিন মর্তুজাকে পাওয়ার ইচ্ছার কথা জানান।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে এই সাবেক অধিনায়ককে ‘মেন্টর’ হিসেবে পাওয়ার আগ্রহের কথা তামিম বললেও ক্রিকেট প্রশাসনের অভ্যন্তরে তা নিয়ে কোনো আলোচনা অবশ্য এখনো হয়নি। যদিও পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের শেষ দিনে মাশরাফি বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দেখা করতে আসায় তা নিয়ে গুঞ্জনের ডালপালাও মেলতে শুরু করেছিল।